ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

নওগাঁ সাপাহারে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা খুন

নওগাঁ সাপাহারে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা খুন, ছবি: প্রতিকী ।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সামান্য একটি স্টীলের বাটিকে কেন্দ্র্র করে সাপাহারে কেতামুন বিবি (৭১) নামের এক নারী খুনের শিকার হয়েছে। নিহত কেতামুন বিবি সাপাহার উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী।

ঘটনার বিবরণে জানা গেছে ওই গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী কেতামুন ও একই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আম্বেরা খাতুন আপন দুই বোন এবং কেতামুনের ছেলে ও আম্বেরা খাতুনের মেয়ের বিবাহ হওয়ায় দু’বোনের সম্পর্ক বিহাইনে পরিণত হয়। ঘটনাক্রমে কয়েক দিন পূর্বে আম্বেরা খাতুনের মেয়ে কেতামুনের ছেলেকে ডিফোর্স লেটার পাটালে গত ২৪আগষ্ট রোববার বিকেলে গ্রামেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের বৈঠক বসে। বৈঠকে বিবাহ বিচ্ছেদের পর বিবাহ পরবর্তী উভয় পরিবারের মধ্যে লেনদেনকৃত আসবাবপত্র ফেরত প্রক্রিয়ার সময় সামান্য একটি স্টীলের বাটিকে কেন্দ্র করে বিহাইন দু’বোনের মধ্যে তর্ক বিতর্ক শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়। এসময় বোন আম্বেরা, তার মেয়ে আসমা ও ছেলে মেহেদী হাসান মিলে কেতামুন খাতুনকে বেধড়ক মার পিট করতে থাকলে এক সময় কেতামুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং  লোকজন তড়িঘড়ি করে তাকে রাতে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কেতামুনকে দেখে মৃত ঘোষনা করেন। রবিবার দিবাগত রাতেই কেতামুন বিবির বড় মেয়ে শাহদা খাতুন (৩৭) বাদি হয়ে সাপাহার থানায় হত্যা মামলা রুজুর জন্য একটি লিখিত এজাহার দাখিল করেন।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য নিহতের লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।   

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে, আপনারা সেটাও পারবেন না’

ব্লুমবার্গের ইএসজি রেটিংয়ে দেশসেরা প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি অর্জন ব্র্যাক ব্যাংকের

বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

বাংলাদেশের পিপিপি মডেলের সাফল্য: ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

একই দিনে জাতিসংঘে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি