ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ইনস্টাগ্রামে ভিডিও বানানোয় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

ছবি : সংগৃহীত,ইনস্টাগ্রামে ভিডিও বানানোয় মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির গুরুগ্রামে মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। রাধিকা যাদব নামের ওই কিশোরী ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানানোয় ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছেন তিনি। রাধিকা রাজ্য পর্যায়ের টেনিস খেলোয়াড় ছিলেন।


বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাধিকার বাবা তার মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়েন। তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাধিকা।

মেয়ে ইন্সটাগ্রামের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে মেয়েকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। পুলিশ এ ঘটনায় রাধিকার বাবাকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন

দিল্লি পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। এটি রাধিকার বাবার নামেই লাইসেন্স করা ছিল।  

রাধিকা রাজ্য পর্যায়ে টেনিস খেলে কিছু পুরস্কারও পেয়েছিলেন। তাকে সেখানকার উদীয়মান টেনিস তারকা হিসেবে বিবেচনা করা হতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’

দায় এড়ানোর রাজনীতি করি না: যুবদল সভাপতি

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে