ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহে যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহে শহীদ সাগর হত্যা ও বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলায় যুবলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার ময়মনসিংহের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) ও আওয়ামী লীগ কর্মী খন্দকার বাকী বিল্লাহ এবং মহানগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খন্দকার বাকী বিল্লাহ শহীদ সাগর হত্যা মামলার আসামি। এছাড়া বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি তানভীর আহমেদ সিদ্দিকী।

৫ আগস্টের পর গ্রেফতার এড়াতে পালিয়ে যান তারা। দুপুরে দুজন চরপাড়া এলাকায় ছিলেন। এসময় তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

নাম প্রকাশে অনিচ্ছুক ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের পদধারী একজন নেতা  বলেন, বাকী বিল্লাহ আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি সদরের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর আস্থাভাজন। এছাড়া তানভীর আহমেদ সিদ্দিকী যুবলীগের সক্রিয় নেতা।

গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজে অনার্স পড়তেন।

এ ঘটনায় পুলিশ ২৪ জুলাই বাদী হয়ে ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করে। এছাড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুরের ঘটনায়ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে আলাদা মামলা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস

মিডফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ঘটনার লম্বা মনির ও আলমগীর গ্রে ফ তা র | Daily Karatoa

ছেলের প’র’কী’য়া ঠেকাতে মা ফোন করে বিমানে বো মা: র‌্যাব | Daily Karatoa

'সুশীল সমাজ থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল?' | Inqilab Moncho | Daily Karatoa