ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

অনৈতিক সম্পর্কের অভিযোগে নারী-পুরুষকে সারারাত গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

অনৈতিক সম্পর্কের অভিযোগে নারী-পুরুষকে সারারাত গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার চর দেশগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল। রাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে এবং ভোররাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে।

গ্রামবাসীর হাতে আটক ব্যক্তি দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। এবং ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। 

আরও পড়ুন

ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে। দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছিল। তবে এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। শুনেছি স্থানীয়ভাবে তাদের বিবাহের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়া মিশনে সুনেরাহ

শাকিব খানের দুই জনপ্রিয় গানে পারফর্ম করলেন জেবিন

বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

টাইগারদের ব্যর্থতায় প্রশ্নের মুখে কোচ সালাউদ্দিন

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যার ঘটনায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরা গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে আটক করে পুলিশে সোপর্দ