গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক নূরে আলম সিদ্দিক (৪৫) গ্রেফতার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নূরে আলম সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন