ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা 

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা , ছবি : দৈনিক করতোয়া

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : সংস্কার ও প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে গাইবান্ধার সাঘাটা বাজারের অলিগলিসহ চারপাশের প্রবেশ পথের রাস্তাগুলোর বেহাল অবস্থা বিরাজ করছে। দু’পাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির কাদাসহ বৃষ্টির পানির ঢালু নেমে সারা বর্ষা মৌসুম জুড়ে কাদামাক্ত থাকে বাজারের অলিগলি। এছাড়াও বৃষ্টি হলেই হাঁটুর ওপর পর্যন্ত নোংরা পানি জমে থাকে বাজারের চারপাশের প্রবেশ পথের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে। ফলে এ এলাকার স্কুলের শিশুশিক্ষার্থী, হাসপাতালের রোগীসহ, জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

জানা যায়, সাঘাটা বাজার এলাকাটি উপজেলার অন্যতম জনগুরুত্বপূর্ণ ও ঐতিহ্য একটি ব্যবসায়িক কেন্দ্র। এছাড়া এই বাজারটি আশেপাশে রয়েছে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাঘাটা ডিগ্রি কলেজ, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়, সাঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক পর্যায়ের কিন্ডারগার্টেন স্কুল, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও জনবসতি  বাজারের জনপ্রিয় পল্লী চিকিৎসক দ্বীজেন্দ্র নাথ পাল বলেন, সামনে গলিতে নোংরা পানি ও কাদা জমে থাকে চেম্বার ও ওষুধের দোকানে প্রতিদিন শতাধিক রোগী আসে। তারা নিরুপায় হয়ে কাদা পায়ে আসে প্রবেশ করে তখন বলার কিছুই থাকে না।

এছাড়া ও বাজারের প্রবেশ পথ সাঘাটা হাসপাতালের রাস্তা, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের রাস্তা, ডিগ্রি কলেজের রাস্তা পাইলট উচ্চ বিদ্যালয়গামী রাস্তা, থানার রাস্তা, হাসিলকান্দিগামী রাস্তা, চিনিরপটলগামী রাস্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা। এসব বাজার প্রবেশ পথ রাস্তায় প্রয়োজনীয় পানি নিষ্কাশন ব্যবস্থাসহ সংস্কার ও প্রশস্তকরণের অভাবে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। অপরদিকে মরণঘাতক এডিশ মশারও এখানে জন্ম নেয়ার আশঙ্কা রয়েছে।

সাঘাটা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাসেদ মন্ডল রাঙ্গা বলেন, আমাদের বাজারের অবস্থা শোচনীয়। বৃষ্টি হলে পানি নিষ্কাশন হতে দেরি হওয়ায় পথ কর্দমাক্ত হয়ে যায়। বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাঝে-মধ্যে ভাঙা ইট এনে দিলেও তা অপ্রতুল। সরকারিভাবে সংস্কার করতে হবে। কিন্তু সরকারি কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বলেন, বাজারের ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে সাঘাটা বাজারের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। শৌচাগারের জন্য টিউওয়েল স্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা স্থাপন করতে দেয়নি। যেটুকু উন্নয়ন হয়েছে জোরজুলুম করে করতে হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল কামাহ্ তমাল বলেন, ‘বাজারগুলোতে ড্রেন নির্মাণের বিষয়ে আলোচনা চলমান আছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ার ঘটনায় ভায়রাকে পিটিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করল গ্রামবাসী

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষককের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা 

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

বিদেশে নির্বাচনী প্রচার চালানো যাবে না