ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

দিনাজপুরে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার

দিনাজপুরে নিখোঁজ কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার। প্রতীকী ছবি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় নিখোঁজের একদিন পর রানা ইসলাম (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের গণিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রানা একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, গত শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সাথে মাছ ধরে বাসায় ফিরে আসে রানা। পরে সে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। গত রোববার সকালে সেই পুকুরে মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তা দেখতে পান।

আরও পড়ুন

খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে খানসামা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম

ভেস্তে যাওয়ার পথে গাজার যুদ্ধবিরতি আলোচনা

প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার : যুবদল সভাপতি

‘আমি কি এই দেশে নিরাপদ :বাঁধন

নতুন রানি পাচ্ছে উইম্বলডন

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার