বগুড়ায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল তরুণের

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মালবাহী ট্রাক ও বেপরোয় গতির মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আজিজুল হাকিম (১৭) নামে এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আজিজুল হাকিম শেরপুর উপজেলার মহিপুর এলাকার সোলাইমান আলীর ছেলে।
আজ শনিবার (১২ জুলাই) সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের উল্লাপাড়া খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছে। থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টায় শেরপুর থেকে একটি মালবাহী ট্রাক ধুনটের দিকে এবং ধুনট থেকে মোটরসাইকেলে চড়ে তিন যুবক বেপরোয়া গতিতে শেরপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে উভয় দিক থেকে আসা ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে চলন্ত মটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তিন আরোহী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজুল হাকিমের মৃত্যু হয়। এছাড়া আহত একই এলাকার আবু বক্কার (১৭) ও নয়ন মিয়া (১৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুনধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে আজিজুল হাকিমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন