ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ (৫৫)কে তুলে নিয়ে হত্যা চেষ্টা ও বেদম মারপিটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইমামের ছেলে জাকারিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। চাঁদার দাবিতে ইমামকে মারপিটের ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর ওই এলাকার তিনটি মসজিদের মুসুল্লী ও এলাকাবাসী মিলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূিচ পালন করেন।

মানববন্ধন কর্মসূিচতে রফিকুল ইসলাম ও কাউসার আলী বলেন, এলাকায় মাদক কারবারিসহ চাঁদাবাজি বেড়ে যাওয়ায় সবাই আতংকে আছে। তারা চাঁদার জন্য ইমামকে মারপিট করেছে আমরা থানায় অভিযোগ দিলে পুলিশ কোন কার্যকরি ব্যবস্থা না নেয়ায় তারা এখন আবারো হুমকি দিচ্ছে, আমরা বিচার দাবি করছি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহন করবো। এ সময় নারী পুরুষ সহ শত শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জনা যায়, ভুক্তভোগী ইমাম নুর মোহাম্মদ প্রায় ১৫ বছর ধরে শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের আরবী শিক্ষা দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার শাহ আলম মসজিদে গিয়ে ইমাম নুর মোহাম্মদকে ডেকে বাহিরে নিয়ে আসার পর জোর করে অশ্লীল কথা বলিয়ে মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা মসজিদের সামনে থেকে ইমাম নুর মোহাম্মদকে দাওয়াত ও মিলাদের কথা বলে একটি রিকশাযোগে শেরুয়া বটতলা জাহিদুল মেম্বরের নির্মাণাধীন হোটেলের ভেতরে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয়।

আরও পড়ুন

এ সময় লোহার রডের আঘাতে তাঁর পিঠ ও ডান পা ভেঙে গুরুতর জখম হয়। এরপর আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে আহত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবার তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

বনসাইয়ের সৌন্দর্যে মুগ্ধ রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা

শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

বিদেশে মৃত্যুর তিন মাস পর যুবকের লাশ পেলেন স্বজনরা

বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ