ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত থাকবে না- সারজিস আলম

দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত থাকবে না- সারজিস আলম, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। তবে তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা দেখতে চাই।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সংবাদকর্মীদের সামনে এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, আমরা দেখে এসেছি যে, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশি শক্তির অপব্যবহার করা হয়। অদ্ভুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়।

আরও পড়ুন

এসময় জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক তানভিরুল বারি নয়নসহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি হাসনাত আব্দুল্লাহসহ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ফুটপাতের একটি দোকানে চা পানসহ নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে সারজিস আলম বলেন, যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, হাসিনা এবং তাদের যারা দোসর ছিলেন, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে ওঠায় সহযোগিতা করেছেন, তাদের সামগ্রিক বিষয়ে আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকায় ভিসা কার্যক্রম ফের চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

বগুড়ার মোকামতলার পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু

ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল : বিশ্লেষকদের মত

মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, হত্যার দায় স্বীকার প্রেমিকের

পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব সাত পরিবার