ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস

এমবাপ্পেকে রেখে চলে গেল রিয়াল মাদ্রিদের বাস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফের সদস্য ও খেলোয়াড়েরা সবাই টিম বাসে। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম থেকে তাদের গন্তব্য নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর। বাসে সবাই নিজ নিজ আসনে বসে পড়লেও একজন নেই! সেই একজন কিলিয়ান এমবাপ্পে, যিনি তখনো স্টেডিয়ামে আটকা। শেষ পর্যন্ত এমবাপ্পেকে রেখেই বাকিদের চলে যেতে হয়েছে। 

ফরাসি ফরোয়ার্ডের টিম বাসে না থাকার কারণ, খেলা শেষে তার ডোপ টেস্ট করাতে প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক বেশি লেগে যাওয়া। মেটলাইফ স্টেডিয়াম বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে করেছেন রিয়ালের তৃতীয় ও শেষ গোল। তবে মাঠের পারফরম্যান্স ভালো হলেও মাঠের বাইরে সময়টা একদমই ভালো কাটছে না তার। ক্লাব বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই জ্বরে ভুগতে থাকেন এমবাপ্পে। এরপর পেটের পীড়ায় হাসপাতালে পর্যন্ত ভর্তি ছিলেন। ফলে গ্রুপ পর্বে তিনি খেলতে পারেননি। ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আগে জুভেন্টাসের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ দিয়ে ফিরলেও দুটিতেই নেমেছেন বদলি হিসেবে। এবার বাস মিস করতে হলো তাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আজ ম্যাচ শেষে রিয়াল খেলোয়াড়েরা লকার রুমে ফিরে গোছগাছ করার পর একে একে টিম বাসে উঠতে থাকেন। এমবাপ্পেও বাসের দিকে যাচ্ছিলেন। কিন্তু রুটিন ডোপ টেস্টের অংশ হিসেবে তাকে ডেকে নেওয়া হয়। ফলে তিনি স্টেডিয়ামেই আটকা পড়েন। শেষমেশ এমবাপ্পে স্টেডিয়াম থেকে বের হন স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে। আর রিয়ালের টিম বাস গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টায়, এমবাপ্পে বের হওয়ার ৫৮ মিনিট আগে। পরে একটি কালো গাড়িতে চড়ে বিমানবন্দরে যান ফরাসি তারকা। তার সঙ্গে রিয়ালের এক সদস্যও ছিলেন। মার্কা আরও জানিয়েছে, পুলিশের পাঁচটি গাড়ি এমবাপ্পেকে পাহারা দিয়ে বিমানবন্দরে পৌঁছে দিয়েছে। সেখান থেকে সবাই মায়ামির ওয়েস্ট পাম বিচে গেছেন। ক্লাব বিশ্বকাপে রিয়াল বেস ক্যাম্প করছে মায়ামিতেই। 

আরও পড়ুন

এমবাপ্পেকে রেখে টিম বাসের চলে যাওয়ার ঘটনা নতুন নয়। গত বছর পিএসজিতে থাকতে ডর্টমুন্ডের বিপক্ষেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষে তাকে রেখে চলে যায় বাস। সেবারও ডোপ টেস্টের কারণে ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে তাকে অপেক্ষমাণ থাকতে হয়। পরে একটি প্রাইভেট কারে বিমান্দবন্দরে সতীর্থদের সঙ্গে যোগ দেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গুনিয়ায় যুবকের লাশ উদ্ধার