ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঐতিহাসিক ও রেকর্ড জয়ে সমতা ফেরাল ভারত

ঐতিহাসিক ও রেকর্ড জয়ে সমতা ফেরাল ভারত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এজবাস্টনের দুর্গ এবার ভাঙল ভারত। ৫৮ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই ভেন্যুতে প্রথমবারের মতো টেস্ট জয় তুলে নিয়েছে তারা। শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় ভারত।

এই জয় শুধু ঐতিহাসিকই নয়, বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের রেকর্ডও এটি। এই ম্যাচ জয়ের নায়ক তরুণ পেসার আকাশ দীপ। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানে ছয় উইকেট তুলে নিয়ে ম্যাচে ১০ উইকেটের মালিক হন তিনি। ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় বোলারের এটি সেরা ম্যাচ ফিগার।

ভারত এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে তোলে ৫৮৭ রান। অধিনায়ক শুভমান গিল খেলেন ২৬৯ রানের ইনিংস, যা টেস্টে কোনো ভারতীয় অধিনায়কের এক ইনিংসে সর্বোচ্চ। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা (৮৯) ও ওয়াশিংটন সুন্দর (৭৭)। এরপর ইংল্যান্ডকে ৪০৭ রানে অলআউট করে দেয় ভারত। মোহাম্মদ সিরাজ নেন ৬ উইকেট, আর আকাশ দীপ তুলে নেন ৪টি। দ্বিতীয় ইনিংসে আরও একবার রানের পাহাড় তোলে ভারত। গিল আবারও ব্যাটিং দাপট দেখিয়ে করেন ১৬১ রান। সঙ্গে ঋশভ পন্ত (৬৫) ও জাদেজা (৬৯*) দলীয় সংগ্রহ নিয়ে যান ৪২৭ রানে, ইনিংস ঘোষণা করে ৬০৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ডের সামনে।

আরও পড়ুন

চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২৩ রান। কিন্তু পঞ্চম দিন বৃষ্টি কাটিয়ে মাঠে নেমেই ভারতীয় পেসাররা চালান ঝড়। আকাশ দীপ ফেরান ওলি পোপ ও হ্যারি ব্রুককে। উইকেট ধরে রাখার চেষ্টা করলেও জেমি স্মিথ থেমে যান ৮৮ রানে। শেষ পর্যন্ত ইংল্যান্ড গুটিয়ে যায় ২৭১ রানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব