সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্বে আগেই ছিটকে গেলেও নিজেদের শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সিঙ্গাপুরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল আমিন-মোরসালিনরা। এই জয়ের ফলে বাংলাদেশ সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে পারবে।
ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ৭০ মিনিটের আগ পর্যন্ত খেলা গোলশূন্য ছিল। এরপর ফাহমিদুল প্রায় ২৫ গজ দূর থেকে একটি জোরালো শটে গোল করে বাংলাদেশের হয়ে ডেডলক ভাঙেন। তার গোলের পরপরই আল আমিন দ্বিতীয় গোল করেন।
এরপর ৮ মিনিট পর মহসিন আহমেদ তৃতীয় গোল এনে দেন। ম্যাচের শেষ মুহূর্তে মোরসালিন সিঙ্গাপুরের জালে শেষ গোলটি করেন। অন্যদিকে, যোগ করা সময়ের প্রথম মিনিটে সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন নাদিম রাহিম।
আরও পড়ুনএর আগে, বাংলাদেশ 'সি' গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছিল।
মন্তব্য করুন