ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তারকা বেষ্টিত অনুষ্ঠানে মেহজাবীন ও ইমন উদ্বোধন করলেন হারল্যান স্টোরের নতুন আউটলেট

তারকা বেষ্টিত অনুষ্ঠানে মেহজাবীন ও ইমন উদ্বোধন করলেন হারল্যান স্টোরের নতুন আউটলেট

করতোয়া অনলাইন ডেস্ক : তারকা বেষ্টিত এক জমকালো আয়োজনে রাজধানীর গুলশানের পিংক সিটিতে চালু হল দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট। রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী এই আউটলেটটি উদ্বোধন করেন। এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আজ ( ২১ মার্চ ) রাজধানীর গুলশানের পিংক সিটিতে হারল্যান স্টোরের এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।   
       
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, মামনুন হাসান ইমন অনুষ্ঠানটি উপলক্ষে তার বক্তব্যে বলেন, “নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও মানুষের মধ্যে বেড়েছে সৌন্দর্যচর্চার প্রতি সচেতনতা। আর দেশের মানুষের জন্য শতভাগ অথেনটিক ও গ্লোবাল স্ট্যান্ডার্ড পণ্য নিশ্চিত করতে হারল্যান স্টোর সব রেঞ্জের, সব বয়সের মানুষের জন্য বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী পণ্য ও হোম কেয়ার পণ্যের সমাহারে সাজানো হয়েছে। তারই ধারাবাহিকতায় গুলশান পিংক সিটিতে আজকে উদ্বোধন হলো হারল্যান স্টোরের চোখ ধাঁধানো এই নতুন আউটলেটটি।  

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে । আর অথেনটিক কসমেটিকস ভোক্তাদের হাতে হাতে পৌঁছে দিতে আজ হারল্যান স্টোর চলে এসেছে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র গুলশানের পিংক সিটিতে। কসমেটিকস জগতের এমন একটি স্মরণীয় অনুষ্ঠানের অংশ হতে পারাটা সত্যিই সম্মানের, এবং আপনাদের সকলের সাথে এটি উদযাপন করতে পেরে আমি গর্বিত!”


উক্ত অনুষ্ঠানে হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, “অথেনটিক, লাক্সারি কসমেটিকস আরও সহজলভ্য করার পাশাপাশি ভোক্তাদের একটি আনন্দদায়ক শপিং অভিজ্ঞতা দিতে হারল্যান স্টোর বদ্ধপরিকর। কঠোর মান নিয়ন্ত্রণ করে শুধুমাত্র শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলোই আমরা আমাদের ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি এবং নিশ্চিত করছি দেশে থেকেই তারা পাচ্ছেন বিশ্বমানের পণ্য“। 

আরও পড়ুন

রাজধানীর প্রাণকেন্দ্র গুলশানে অবস্থিত হারল্যান স্টোরের বৃহৎ এই আউটলেটটিতে নিওর, লিলি, হারল্যান, সিওডিল, ক্যাভোটিন, ব্লেইজ ও’স্কিন, স্কিন মিন্ট, ডার্মো ইউ, ম্যাক্স বিউ ও লিটল ওয়ানের মত প্রিমিয়াম কোয়ালিটির বিশ্বখ্যাত অথেনটিক, লাক্সারি কালার কসমেটিকস, স্কিন কেয়ার এবং বেবি কেয়ার ব্র্যান্ড যেমন রয়েছে, আরও আছে টাইলক্স, অরিক্স, একনল, সানবিট এর মত দৈনন্দিন ব্যবহারিক হোম কেয়ার ব্র্যান্ডও। আউটলেটির বিশ্ব মানের সুযোগ সুবিধা গ্রাহকদের শপিংয়ের অভিজ্ঞতায় এনে দিবে এক নতুন মাত্রা।  

দেশজুড়ে চলছে “হারল্যান ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি” ক্যাম্পেইন। দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে  উপলব্ধ অথেনটিক পণ্যের সুবিশাল রেঞ্জ থেকে ১০০০ টাকার পণ্য কিনলেই এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য মনোনীত হবেন। সম্মানিত গ্রাহকের ফোন নাম্বার ও ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে আর গ্রাহক পাবেন আকর্ষণীয় নতুন স্কুটি ও লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার জেতার সুযোগ।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে অবস্থা, যান চলাচল স্বাভাবিক 

এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক

বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প