ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে অপহৃত মাদ্রাসাছাত্রী চারদিন পর উদ্ধার, কাঠমিস্ত্রি গ্রেফতার

বগুড়ার ধুনটে অপহৃত মাদ্রাসাছাত্রী চারদিন পর উদ্ধার, কাঠমিস্ত্রি গ্রেফতার, ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় মাদ্রাসার সামনের রাস্তা থেকে অপহরণের চারদিন পর ১৪ বছরের এক মাদ্রসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী রাসেল সেখ (২৩) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। রাসেল শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের মাখন সেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রাসেল শেখ পেশায় কাঠমিস্ত্রি। প্রায় এক মাস আগে রাসেল কান্দুনিয়া গ্রামে এক বাড়িতে কাঠের সামগ্রী তৈরির কাজ করছিল। এসময় ওই মাদ্রাসাছাত্রীর সাথে রাসেলের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু রাসেলের প্রেমে সাড়া দেয়নি কিশোরীটি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে রাসেল। এ অবস্থায় ২৯ জুন সকাল সাড়ে ৮টায় কিশোরীটি মাদ্রাসায় যাওয়ার উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে মাদ্রসার সামনের রাস্তায় পৌঁছলে ছাত্রীটিকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় রাসেল। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদি হয়ে ওই দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে মধ্যভাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও রাসেলকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে জবানবন্দী রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি রাসেল সেখ এরআগেও একই কৌশলে এরকম আরও দুইটি ঘটনা ঘটিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ধুনট থানা থেকে রাসেলকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন

ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট

খুলনায় ‘পুলিশ’ পরিচয়ে ‘খাদ্য কর্মকর্তা’ অপহরণের ভিডিও ভাইরাল, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক 

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু