ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঢাবি ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

ঢাবি ক্যাম্পাসে অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই। প্রতীকী ছবি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২ জুলাই)দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মানিক মিয়া রাজধানীর শাহবাগ থানায় এক অভিযোগ দায়ের করেছেন।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচার ব্যবসা করেন। মানিক মিয়ার শ্যালক শাহ আলম বলেন, 'দুপুরের দিকে ডলার ভাঙ্গিয়ে মতিঝিল থেকে ফেরার সময় শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি স্থানে ৩ থেকে ৪ জন রিকশার গতিরোধ করে এবং অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা নিয়ে যায়।

এ সময়ে দুলাভাইকে দ্রুত স্থান ত্যাগ করতে বলে, না করলে জীবননাশের হুমকি দেয়।' শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় বলেন, 'ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া একটি অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন

ঘটনাস্থলের আশেপাশে কোনো সিসিটিভি না থাকায় আমরা অন্যভাবে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।' মনোজ প্রভাকর রায় আরও বলেন, 'ভুক্তভোগী মতিঝিল এলাকা থেকে ডলার ভাঙিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন। আমাদের ধারণা তাকে মতিঝিল থেকেই অনুসরণ করা হচ্ছিল।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় গণহত্যায় মাইক্রোসফট, গুগলসহ ৬০ কোম্পানি জড়িত : জাতিসংঘ

হলিউডের ‘ওয়াক অব ফেম’ নির্বাচিত হলেন দীপিকা

তাসকিনের কফি শেষ হওয়ার আগেই নেই পাঁচ ইউকেট

পিআর পদ্ধতিতে ভোট হলে হলে নেতা তৈরি হবে না : রিজভী

যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা স্থগিতে উদ্বিগ্ন ইউক্রেন

১৪ দিনে সেনাবাহিনীর অভিযানে ৫৬২ জন গ্রেফতার: সেনাসদর