ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৬ জুন, ২০২৫, ০৬:২২ বিকাল

নাটোরের লালপুরে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের টাইলস

নাটোরের লালপুরে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের টাইলস

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লক নির্মাণের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্মাণাধীন দুটি স্কুলের ওয়াশ ব্লকের টাইলস হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর এলাকায় সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় জনসাধারণ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অভিযোগ করেন, লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছেন। একাধিকবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে জানিয়েও তারা সরজমিনে তদারকি করেননি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অবহেলাতে এমন কাজ হয়েছে।

অমৃতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়বাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্ধকারে টাইলসের কাজে সিমেন্টের বদলে শুধু বালু ব্যবহার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা ট্রেডার্স। টাইলস গুলি হাত দিয়ে টানলেই উঠে আসছে।

অমৃতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, স্কুলে ওয়াশ ব্লকের টাইলসের কাজে সিমেন্টের বদলে শুধু বালু দিয়ে করা হয়েছে। ঈদে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতের অন্ধকারে কাজ করে। এ বিষয়টি একাধিকবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এখন টাইলস হাত দিয়ে টানলে একাই উঠে আসছে।

আরও পড়ুন

এ বিষয়ে লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসানের বক্তব্য নিতে তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘনা ট্রেডার্সরে প্রতিনিধি মো. মিটু আলী টাইলসের কাজে সিমেন্ট কম দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার মিস্ত্রি কাজ ভুল করেছে। আমরা আবার নতুন করে টাইলসের কাজ করে দিচ্ছি।
নাটোর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালপুর উপজেলায় পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ৪৪টি স্কুলে নির্মাণ হচ্ছে ওয়াশ ব্লক। প্রতিটি ওয়াশ ব্লকের বরাদ্ধ রয়েছে প্রায় ১২ লাখ টাকা। ইতোমধ্যে অনেক গুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে।

এ বিষয়ে নাটোর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নূরূল কবির ভূঞা কাজে অনিয়মের কথা স্বীকার করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রী ওই দুটি স্কুলে টাইলসের কাজ খারাপ করেছে। আমরা বিষয়টি অবগত আছি। উপজেলা অফিসকে না জানিয়ে তারা রাতে কাজ করেছিলো। আমরা আবার নতুন করে ওই দুই স্কুলে টাইলসের কাজ করে দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ