বগুড়া ধুনটের রহমত হত্যা মামলার আসামি রুবেল শেখ ঢাকা থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : ধুনটের রহমত তালুকদার হত্যা মামলার আসামি রুবেল শেখকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ সিপিএসসি বগুড়া এবং র্যাব-১ সদর কোম্পানী ঢাকার উত্তরার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা উত্তরা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি রুবেল শেখ বগুড়ার ধুনট উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত অব্দুল জব্বার শেখ এর ছেলে।
র্যাব সূত্র জানায়,গত ৯ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে জনৈক আশরাফুল ইসলাম এর কাছ থেকে ব্যবসার টাকা নেওয়ার জন্য তার ইট ভাটার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন রহমত তালুকদার। ওই গ্রামের মোঃ জুয়েল শেখ এর বসতবাড়ীর সামনে পৌছামাত্র ধানী জমিতে আগাছা দমনের বিষ প্রয়োগ করাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ১০ থেকে ১২ জন বাঁশের লাঠি,লোহার রড, হাতুড়ি ও ধারালো রামদা নিয়ে কুপিয়ে ও মারপিট করে রহমত তালুকদারকে গুরুতর আহত করে।
আরও পড়ুনতাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদি হয়ে বগুড়া জেলার ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত রহমত তালুকদার ধুনট উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত ফরহাদ আলী তালুকদারের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







