ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ জুন, ২০২৫, ০২:৫৬ দুপুর

রিভার প্লেটকে বিদায় করে নকআউটে ইন্টার মিলান

রিভার প্লেটকে বিদায় করে নকআউটে ইন্টার মিলান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ২-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

রিভার প্লেটের লুকাসকে লাল কার্ড দেখানোর ঠিক দুই মিনিট আগেই রিভার প্লেট গোলের কাছে চলে গিয়েছিল। ম্যানুয়েল লানজিনি বক্সে ফাকুন্দো কোলিদিওকে দুর্দান্ত এক ক্রসে খুঁজে পেলেও ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার চমৎকার সেভে দলকে রক্ষা করেন। ৭২তম মিনিটে এসপোসিতো গোল করে ইন্টারকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ের ৯৩তম মিনিটে বাস্তোনি দুর্দান্ত এক বাঁ পায়ের শটে বক্সের বাইরে থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৯৫ মিনিটে) রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন।

আরও পড়ুন

এই জয়ে ইন্টার মিলান গ্রুপ ‘ই’ এর শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়, তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। মোন্টেররে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে, যারা একই রাতে উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-০ গোলে হারিয়েছে। রিভার প্লেট ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং উরাওয়া রেড ডায়মন্ডস শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে শেষ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!

নীরবতা ভাঙলেন সোনাক্ষী

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা 

ওসমান হাদীকে গুলির ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর