ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

২ উইকেটে ৭২ রান নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

২ উইকেটে ৭২ রান নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : কলম্বো টেস্টের প্রথম দিনে ২ উইকেটে ৭২ রান করে মধ্যাহ্নবিরতিতে গেছে বাংলাদেশ। এই সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। সাদমান ইসলাম ৪৩ রান আর নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজে গেছেন।

আজ বুধবার কলম্বো টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। কিন্তু এবারও উইকেটে স্থির হতে পারেননি বিজয়। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে ব্যাটের ভেতর কাণায় লেগে বোল্ড হন তিনি। ১০ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। সর্বশেষ তিন টেস্ট ইনিংসে দ্বিতীয়বার ডাক মারলেন বিজয়। আউট হওয়ার আগে লঙ্কান ডানহাতি পেসারের বলে আরও দুইবার জীবনও পান। ইনিংসের তৃতীয় আসিথার বলে বিজয়ের ক্যাচ ফেলে দেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। পরের বলে তৃতীয় স্লিপে আবার ক্যাচ তোলেন ডানহাতি ব্যাটার। অর্থাৎ দুটি জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি বিজয়। এরপর উইকেটে ভালোভাবেই সেট হয়েছিলেন মুমিনুল হক। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। ৩৯ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন ক্যাচ দিয়ে।

আরও পড়ুন

ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে রুম করে মারতে গিয়ে বদলি ফিল্ডার পাবান রত্মায়েকের হাতে ক্যাচ হন বাঁহাতি টাইগার ব্যাটার। এতে ভাঙে বাংলাদেশের দ্বিতীয় উইকেটে ৩৮ রানের জুটি। দলীয় ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটি করে মধ্যাহ্নবিরতিতে গেছেন সাদমান ও শান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু

নুরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: রিজভী

দিনাজপুরের পার্বতীপুরে যৌতুকলোভী স্বামীর পরিবারের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন নাফ নদীতে আটক ১২২ জেলে

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

রাজশাহীর তানোরে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সার, নীরব কর্তৃপক্ষ