ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. সোহেল হোসেন মিঠুকে আটক করেছে কোস্টগার্ড

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছেন কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) ভোরে বনের আড়ভাওয়ানী খাল থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সোহেল হোসেন মিঠু (৩৭)। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে একটি একনালা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলিসহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর অন্যতম সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে আটক করা হয়। 

আটককৃত বনদস্যু মিঠু খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা। আটক বনদস্যু মিঠু দীর্ঘদিন ধরে করিম শরীফ দস্যু বাহিনীর সঙ্গে থেকে ডাকাতি ও ওই ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।

আরও পড়ুন

কোস্ট গার্ড কর্মকর্তা হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ডের চলমান সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে বনদস্যু মুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন। 

তিনি আরও বলেন, কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন