ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জয়পুুরহাটের পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

জয়পুুরহাটের পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : ভুয়া ডিবি পুলিশ নূর মোহাম্মদ শাহজাহানকে (৩৯) গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পাঁচবিবি থানা পুলিশ। আজ শনিবার (২১ জুন) গোপন সূত্রেরভিত্তিতে দিনাজপুরের ফুলবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামের সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দেয় সে। এরই একপর্যায়ে নূর মোহাম্মদ সুপথের বাড়িতে প্রবেশ করে ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি করতে থাকে।

তল্লাশি করে সুপথের বাড়ি থেকে টাকা ও একটি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সুপথ পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ভুয়া ডিবি নূর মোহাম্মদ শাহজাহানকে দিনাজপুরের ফুলবাড়ী থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, প্রতারণা মামলায় আসামি নূর মোহাম্মদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার