ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদশা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদশা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেফতার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত বাদশা মিয়া হত্যা মামলার প্রধান আসামি রুহুল আমিন (৩০) ও দ্বিতীয় আসামি রবিন ইসলামকে (২৫) পলাতক অবস্থায় টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর যৌথ আভিযানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানাধীন মাটিকাটা বালুরঘাট এলাকা থেকে এই দুই আসামিকে আটক করা হয়। আসামিরা উভয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাকুয়াপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামে চলাচলের রাস্তার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জুন দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে বাদশা মিয়ার বাড়িতে ঢুকে ধারালো বাঁশিলা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন গত ১৬ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে গত ১৬ জুন দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আসামিদের থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার