ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ জুন, ২০২৫, ০৩:৩২ দুপুর

শেষ ষোলোতে বায়ার্ন, বড় জয় বেনফিকার

শেষ ষোলোতে বায়ার্ন, বড় জয় বেনফিকার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে অকল্যান্ডকে ১০ গোল দিয়েছিল বায়ার্ন মিউনিখ। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে একটু প্রতিরোধের মুখে পড়লো তারা। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে হারাতে ঘাম ছুটেছে জার্মান চ্যাম্পিয়নদের। শেষ দিকের গোলে ২-১ এ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন।

সি গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মিউনিখ ক্লাব। আরেক ম্যাচে অকল্যান্ডকে ৬ গোলে উড়িয়ে দিয়ে নকআউটের হাতছানি পাচ্ছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়া। বেনফিকা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। 

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে হ্যারি কেইনের ১৮ মিনিটের গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রথমার্ধ শেষেও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল। বিরতির পর ফিরে ৬৬ মিনিটে মিগুয়েল মেরেন্তিয়েল বোকাকে সমতায় ফেরান। ৮৪ মিনিটে মাইকেল ওলিসের গোলে বায়ার্নের জয় নিশ্চিত হয়েছে। 

আরও পড়ুন

দুই দলের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। আক্রমণ পাল্টা আক্রমণে সমানতালে দুই দলই লক্ষ্যে শট রেখেছে। বায়ার্নের চার শটের বিপরীতে বোকার ছিল তিনটি। হারলেও আর্জেন্টাইন ক্লাবের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। এক পয়েন্ট নিয়ে তারা তিনে। শেষ ম্যাচে তারা বায়ার্নের কাছে বেনফিকার বড় হারের কামনা করবে এবং অকল্যান্ডের বিপক্ষেও জিততে হবে বড় স্কোরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড