ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ জুন, ২০২৫, ০২:৫১ দুপুর

বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসেই থাকছেন রিশাদ

বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসেই থাকছেন রিশাদ,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তারপরও রিশাদের ওপর আস্থা রেখেছে হোবার্ট হারিকেনস। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান এই ফ্র্যাঞ্চাইজি।

বিগ ব্যাশে রিশাদের দল পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তার দল হোবার্ট। বৃহস্পতিবার আসরের ৮ দলের ড্রাফট চলছে। তালিকায় আছেন আরও ১০ বাংলাদেশি ক্রিকেটার। ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন-মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যারন্স দেখিয়েই নজর কেড়েছিলেন রিশাদ। নিয়েছেন ১৪ উইকেট। এরপর থেকেই জতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলবেন তিনি। সাকিব দুটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সে, পরের বছর মেলবোর্ন রেনেগেডসে। 

আরও পড়ুন

অবশ্য হোবার্টে দল পাওয়া রিশাদের খেলার বিষয়টি নির্ভর করছে বিসিবি’র অনাপত্তিপত্র পাওয়ার ওপর। বিগ ব্যাশের সম্ভাব্য সূচির সময়ে চলতে পারে বিপিএলও! তবে এখনও নির্ধারণ করা হয়নি দুটি আসরের কোনটির সময় সূচি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি