ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

ইসরায়েলি ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। পূর্ণভাবে সচল হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরইমধ্যে বেশকিছু ড্রোন ও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বরাতে আল জাজিরা বলেছে, ইরানি বাহিনী ইসফাহান শহরে একটি ইসরায়েলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সম্প্রচার সংস্থাটি ভূপাতিত করা মনুষ্যবিহীন বিমানের ফুটেজও প্রকাশ করেছে, যা নজরদারির জন্য ব্যবহৃত হয়। ভূপাতিত ড্রোনটি হার্মিস ৯০০ সিরিজের। এই সিরিজের ড্রোনগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে একটি।এছাড়া সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান প্রদেশের ভারমিন্ট শহরের জাভাদাবাদ এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

আরও পড়ুন

এদিকে ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক  কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন। জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনেয়ি বলেন, ‘ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।’ ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না এবং তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১