ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

স্পেনে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু

স্পেনে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের মাদ্রিদে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। চার মাসের মধ্যে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই আলোচনা শুরু হয় স্থানীয় সময় রোববার। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীনের উপ-প্রধানমন্ত্রী নিজ নিজ দলের নেতৃত্ব দিচ্ছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

চারদিনের এই বৈঠক চলবে বুধবার পর্যন্ত। এই বৈঠকে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করা হচ্ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মাদ্রিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি প্রতিনিধিদলকে স্বাগত জানান।মার্কিন অর্থমন্ত্রণালয় জানায়, আলোচনায় জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক এবং পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ বাণিজ্য বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে রয়েছে টিকটক এবং মানি লন্ডারিং নেটওয়ার্কগুলির বিরুদ্ধে সহযোগিতা।

আরও পড়ুন

জাতীয় নিরাপত্তার ইস্যুতে যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়েছে। ২০২৪ সালে মার্কিন কংগ্রেস দ্বিদলীয় আইন পাস করে, যেখানে বলা হয় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে হবে, না হলে দেশব্যাপী নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তবে এ বছরের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৯০ দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করেছেন। এটি ছিল সম্ভাব্য নিষেধাজ্ঞা স্থগিতের তৃতীয়বারের মতো সময়সীমা বৃদ্ধি।চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শ্রদ্ধা ও পরামর্শের ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমস্যাটি সমাধানের আহ্বান জানান। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা কোম্পানিগুলোর জন্য একটি ‘উন্মুক্ত, ন্যায্য, ন্যায্য এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ’ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর ভাঙ্গায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা

ইসরাইলের রামন বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা

বন্যা নিয়ে সতর্কবার্তা

রংপুরে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ জাহাঙ্গীর মাঝি গ্রেফতার

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত