ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

‘দ্য ব্যাটেল বিগিন্স’

‘দ্য ব্যাটেল বিগিন্স’, ‘দ্য ব্যাটেল বিগিন্স’

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোস না করার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ‘শুরু হলো যুদ্ধ ‘— বার্তা দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন ইসরায়েলের প্রতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েল সরকারের একের পর এক হুমকির জবাবে প্রথমবারের মতো মুখ খুললেন খামেনি। সিরিজ এক্স বার্তায় ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের প্রত্যয় জানান তিনি।

ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে একের পর এক সহযোদ্ধাকে হারাচ্ছেন আয়াতুল্লাহ আলি খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তরফ থেকে অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। তবুও অকুতোভয় ইরানের সর্বোচ্চ নেতা।

দু’দিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ উচ্চারণ করেন—খামেনির মৃত্যু হলেই শেষ হবে সংঘাত। একদিন পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দেন—ইরাকের নেতা সাদ্দাম হোসেনের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছর বয়সী খামেনিকে।

হুমকি এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকেও। ডোনাল্ড ট্রাম্প জানান, খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছেন তারা। এখনই তাকে হত্যা করবেন না বললেও, ধৈর্য্যের বাধ ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ক্রমাগত এসব হুমকি-ধামকির প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একের পর এক বার্তা দেন এক্স হ্যান্ডলে। ইসরায়েলিদের সাথে কখনওই আপোস করবেন না জানিয়ে পোস্ট দেন তিনি। ইসরায়েলিদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান।

আরও পড়ুন

আরেক পোস্টে মহানবী হযরত মুহাম্মদ সাঃ- এর চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী র- কে স্মরণ করেন খামেনি। বলেন, সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তলোয়ার-জুলফিকার নিয়ে খাইবারে ফিরছেন আলি।

আরবে ইহুদিদের শক্ত অবস্থান ছিল খাইবারে। ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক যুদ্ধের পর অঞ্চলটি জয় করেছিলেন ইমাম হযরত আলি (র), হায়দার নামেও যিনি পরিচিত। সুরক্ষিত এক শহর আক্রান্ত, পোস্টের সাথে এমন একটি ছবিও জুড়ে দেন খামেনি। আরেক পোস্টে কুরআনের আয়াত তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রত্যয় জানান, আল্লাহর ইচ্ছায় ইসরায়েলিদের বিরুদ্ধে জয়ী হবে ইসলামিক রিপাবলিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় শান্তি পরিকল্পনা ঘোষণা, হামাসকে আলটিমেটাম

ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে : সূর্যকুমার

জোড়ালো হলো সৃজিত-সুস্মিতার প্রেমের গুঞ্জন

এবারও দুর্গাপূজাকে ঘিরে নাশকতার পরিকল্পনা ছিল : রিজভী

বগুড়া রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

বাজারের ক্ষেত্রে সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারেনি : অর্থ উপদেষ্টা