ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: দোহায় সাম্প্রতিক হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্র্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার সময় এক কাতারি নাগরিকের হত্যার জন্য ক্ষমা চান তিনি। খবর আল জাজিরার।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককালে ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান নেতানিয়াহু।হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথম পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরাইল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এজন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নিশ্চিত করেছেন যে ইসরাইল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ করবে না।

আরও পড়ুন

৯ সেপ্টেম্বরের ওই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় থাকা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে হামাসের শীর্ষ নেতারা হত্যার চেষ্টা থেকে বেঁচে যান।

এটি ছিল কাতারের ওপর প্রথম ইসরাইলি আক্রমণ। গাজা যুদ্ধবিরতি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দোহা। দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম ঘাঁটি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ : এডিবি

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এশিয়া কাপে ব্যর্থতা, আবেগঘন বার্তা লিটনের

বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে : সালাহউদ্দিন

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই : প্রধান উপদেষ্টা

চোখের পরীক্ষা: ১৯ সেকেন্ডে খুঁজে বের করুন ‘২৯’