ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে শর্ট সার্কিটের আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি

বগুড়ার নন্দীগ্রামে শর্ট সার্কিটের আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আমিনুল ইসলাম নামের এক কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে। এতে চারটি ঘর ও আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বাংলাবাজার সরিষাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক আমিনুল ইসলাম জানান, ধান ভাঙানোর জন্য মিলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর লোকজন বাড়িতে আগুন লাগার খবর দেন। ছুটে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সব পুড়ে গেছে। এতে আমার দুই লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। দিনমজুরের কাজ করে অনেক কষ্টে বাড়ি বানিয়েছিলাম, এখন সব শেষ।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির ভেতরে রাখা খড়ি ও কাঠের গাদার মাঝ দিয়ে বিদ্যুতের তার নেওয়া ছিল। সেখান থেকেই সম্ভবত শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কহির উদ্দিন দেওয়ান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ জন

৮ জুলাই সোমবার ‘বাংলা ব্লকেড’ এর দ্বিতীয় দিন

দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি

লঙ্কানদের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি

টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

বাংলাদেশসহ ১৪ দেশে নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের