ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

সাকিবই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ : তামিম

সাকিবই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ : তামিম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এক সময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এই দুই ক্রিকেটার। তবে তাদের সেই সম্পর্কে ধরে ফাটল। এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য।  দুজনের এমন সম্পর্কের পরেও তামিম এক বাক্যে স্বীকার করে নিলেন, সাকিবই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান এ কথা। 

তামিম বলেন, ‘সত্যটা বলতেই হবে। আর আমি এটা প্রথমবার বলছি না যে বাংলাদেশের ক্রীড়া জগতে যদি একজন ক্রীড়াবিদের নাম নিতে হয়, তাহলে সেটা হবে সাকিব আল হাসান। এটা অস্বীকার করার কিছু নেই। ক্রিকেটের দিক থেকে সে যা অর্জন করেছে, তা অবিশ্বাস্য। আমাদের মধ্যে সম্পর্কটা যেমনই হোক না কেন, সত্যটা তো সত্যই। সে বাংলাদেশের ইতিহাসেরই সেরা ক্রীড়াবিদ।’ তিনি আরও বলেন, ‘তার (সাকিব) সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।’তামিম অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অন্যদিকে বিভিন্ন কারণে জাতীয় দলের সাকিবের ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। তবুও তামিম বিশ্বাস করেন সাকিবের সঙ্গে তার দ্বন্দ্ব মিটে যাবে। মাঠে না খেললেও একসঙ্গে মিলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেবে। 

আরও পড়ুন

তামিম বলেন, ‘আমি কখনো বিশ্বাস করি না যে সম্পর্ক আর কখনও ঠিক হবে না। আমি হয়তো কিছু ভুল করেছি, সেও করেছে। যেদিন আমরা বুঝে একসঙ্গে বসতে পারবো, সব সমস্যার সমাধান হবে। যদিও এখন আমরা একসঙ্গে মাঠে খেলি না, তবুও বিশ্বাস করি-একসঙ্গে মিলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও উচ্চতায় নিতে পারি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০২ এসি-ল্যান্ড প্রত্যাহার

গাইবান্ধায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ

কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করছে না শাকিব খান

ডেঙ্গু : আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন

ছেলের বিয়ের আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার

ক্যাটি পেরির সঙ্গে ডিনার ডেটে জাস্টিন ট্রুডো, সম্পর্কের গুঞ্জন