ঢাকাসহ ১২ জেলায় বজ্রপাতসহ ঝড়ের আশঙ্কা

কয়েক ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রপাতও হতে পারে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।
আরও পড়ুন
এতে বলা হয়েছে, দুপুর আড়াইটা থেকে পরবর্তী চার ঘণ্টার মধ্যে যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টি, বজ্রবৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন