ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আগামী ডিসেম্বরে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র

আগামী ডিসেম্বরে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে চলে এসেছে আরও একটি ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের আসরটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের ড্রয়ের জন্য ভেন্যুও নির্ধারিত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের বিলাসবহুল শহর লাস ভেগাসে। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ইএসপিএন। 

সূত্রের বরাতে তারা জানিয়েছে, সম্প্রসারিত এই টুর্নামেন্টে কানাডা ও মেক্সিকোর ভেন্যুগুলো বাতিল হওয়ায় লাস ভেগাসকেই ড্রয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এবারই প্রথম টুর্নামেন্টটি ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। মেক্সিকোতে বিশ্বকাপ প্রশিক্ষণ শিবিরের প্রচার চালানো স্থানীয় ক্লাব পাচুকার নির্বাহী পেদ্রো সেদিলো সম্প্রতি ইএসপিএনকে আশা প্রকাশ করে বলেছেন, ড্রয়ের অনুষ্ঠান লাস ভেগাসেই হবে। তিনি জানান, ‘৫ ডিসেম্বর যদি ভুল না করি, ঠিক সেদিনই ড্র অনুষ্ঠিত হওয়ার কথা। অথবা ডিসেম্বরের শুরুতে।’

তিনি মোটামুটি নিশ্চয়তা দিয়ে বলেছেন, ‘যতদূর জানি লাস ভেগাসেই ড্র অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে যাতে আমরা পাচুকা শহর, হিদালগো রাজ্য এবং আমাদের দুটি ভেন্যু সম্পর্কে তথ্য দিতে পারি।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৯৪ সালে। সেবারও ড্রটি অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাস কনভেনশন সেন্টারে। তবে এবার সেই ভেন্যুসহ অন্যান্য অনেক ভেন্যু ৫ ডিসেম্বরের জন্য আগেই বুক করা আছে। লাস ভেগাসের ‘দ্য স্ফিয়ার’-যার একটিতে ৫৪,০০০ বর্গমিটার স্ক্রিন রয়েছে এবং ১৭ হাজার ৫০০ ধারণক্ষমতা সম্পন্ন-সেটিকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও স্ফিয়ারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ড্র সেখানে অনুষ্ঠিত হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার