ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ জুলাই, ২০২৫, ১২:০৭ দুপুর

আসছে নিম্নচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস

আসছে নিম্নচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস, ছবি: সংগৃহীত।

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ জুলাইয়ের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। রবিবার (২০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

খুলনা ও বরিশালে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে অন্যত্র ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশে সামান্য কমতে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে কিছু জায়গায় এবং খুলনা ও বরিশালে এক-দু’টি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আরও পড়ুন

আগামী ২৪ জুলাই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রাও সামান্য কমবে।

পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১১৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও রংপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

শীতে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি: হার্ট ভালো রাখতে যা খাবেন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হান্নান সরকার

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত