ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০২:০৫ দুপুর

ইরান-ইসরায়েল যুদ্ধ, মধ্যস্থতার প্রস্তাব পুতিনের

ইরান-ইসরায়েল যুদ্ধ, মধ্যস্থতার প্রস্তাব পুতিনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ইসরাইলে হামলার পর উত্তেজনা কমাতে দুই দেশকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৩ জুন) ক্রেমলিন জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপের সময় পুতিন ইসরাইল-ইরানি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আলোচনায় ফিরে আসার আহ্বান জানান। ক্রেমলিন জানিয়েছে, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সব বিষয় সমাধানের গুরুত্বের ওপর জোর দিয়ে মস্কো উত্তেজনা কমাতে মধ্যস্থতায় সহায়তা করার প্রস্তাব দিয়েছে।এর আগে, ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুতিনকে সর্বশেষ ঘটনাবলী সম্পর্কে অবহিত করার পরিকল্পনা করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপের সময় পুতিন ইসরাইলি হামলায় হতাহতের জন্য ইরানি সরকার এবং জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মস্কোর বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ইসরায়েলের কর্মকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানায়, যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। 

পুতিন ইরানের পারমাণবিক কর্মসূচির সাসঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানের শান্তিপূর্ণ প্রচেষ্টার প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ফোনের দাম কমতে পারে

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!

নীরবতা ভাঙলেন সোনাক্ষী

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা