ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬৪৯টি সিমসহ ২ হ্যাকার গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬৪৯টি সিমসহ ২ হ্যাকার গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১হাজার ৬৪৯টি সিম, সিসি ক্যামেরা, টাকা ও হ্যাকিংয়ে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধারসহ ২ হ্যাকারকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে আজ (বুধবার ১১ জুন) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের মধু মিয়ার ছেলে মামুন মিয়া(৩৭) ও রমজান আলীর ছেলে ওয়াহেদ ইসলামের(৩৯) বাড়িতে অভিযান চালায়।

এসময় বিকাশ ও নগদের বিভিন্ন কোম্পানির ১হাজার ৬৪৯টি সিম, ৬ লাখ ১৪ হাজার টাকা, ২টি সিসি ক্যামেরা, ১টি রাউটার, ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোনসহ হ্যাক করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং হ্যাকিংয়ে জড়িত অভিযোগে মামুন ও ওয়াহেদ আলীকে গ্রেফতার করে।

আরও পড়ুন

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রুবায়েত ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্য ভাতার অর্থ তছরুপ করে আসছিল। পরে তাদের গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের(ভূমি) উপস্থিতিতে উদ্ধারকৃত মালামালসহ গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামুন ও ওয়াহেদকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত জয় লিভারপুলের, গোল উৎসব বায়ার্ন-পিএসজি’র 

ত্রিপুরায় প্রবেশের অপেক্ষায় আখাউড়া স্থলবন্দরে ইলিশের ট্রাক

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ জন

দুর্নীতি দমনেই গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন সম্ভব: বদিউল আলম

লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ

আমার ওপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল