ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ জন, ছবি: সংগৃহীত।

লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে বোরাক এয়ারে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) উত্তর আফ্রিকার দেশটির রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই ১৭৬ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। একই দিন ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।

দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় বুধবার তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএমের সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুন

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আরও জানায়, রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিত এসব নাগরিকদের বিদায় জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

আজ বিশ্ব ‘বাঁশ’ দিবস

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার 

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু ইন্টার মিলানের

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু