ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহিত,তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় বুধবার ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় রাজধানী তাইপেতে বাড়ি-ঘর এবং বিভিন্ন স্থাপনা কেঁপে উঠেছে। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণের পূর্ব উপকূল থেকে প্রায় ৩১ কিলোমিটার (১৯ মাইল) গভীরে আঘাত হেনেছে। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তাইতুং দমকল বিভাগও এএফপিকে জানিয়েছে যে, ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উপকূলীয় শহর চেংগংয়ের এক দমকলকর্মী বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন কম্পিউটার স্ক্রিন এবং ফ্যান কেঁপে ওঠে। তিনি বলেন, আগের ভূমিকম্পগুলো থেকে এটি ছিল বেশি শক্তিশালী। তিনি আরও বলেন, আমার মনে হচ্ছিল আমি দৌঁড়ে বাইরে বেরিয়ে যাই।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কাছে দুটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থানের কারণে তাইওয়ান প্রায়ই ভূমিকম্পের শিকার হয়। ইউএসজিএস-এর মতে, এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

আরও পড়ুন

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ বছরের মধ্যে এটা ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয়।

এছাড়া ২০১৬ সালে তাইওয়ানে একটি ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়। তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। ওই ভূমিকম্পের আঘাতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর তানোরে দুই বাড়িতে ডাকাতি

নওগাঁয় প্রীতি ফুটবল ম্যাচে, বগুড়া জেলা দলের ৫-০ গোলে জয়লাভ

বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনা আহতদের সেনা টহল দলের সহায়তায় উদ্ধার

হাসিনার আমল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় : অধ্যাপক মুজিবুর রহমান

বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর হত্যাকান্ডের রহস্যের জট খোলেনি, খুনিরা অধরা

রাজশাহীতে খানকাহ শরীফে ক্ষুব্ধ জনতার ভাঙচুর