ভিডিও রবিবার, ২২ জুন ২০২৫

জামালপুরে তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করলো যৌথ বাহিনী

জামালপুরে তিন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করলো যৌথ বাহিনী

জামালপুরে অভিযান চালিয়ে অপহরণ হওয়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

গতকাল সোমবার (০৯ জুন) দিবাগত মধ্যরাতে জামালপুরের শেরপুর ব্রিজ এলাকা থেকে ওই অপহৃতদের উদ্ধারা করা হয়। 

অপহরণকৃত ব্যক্তিরা হলেন জামালপুর শহরের হিরু সড়ক এলাকার মো. জুবায়ের হোসেনের ছেলে মোহাম্মদ তারতাব হোসেন তৌরিদ, সদর উপজেলার ধোপাকড়ি এলাকার আয়নাল শেখের ছেলে রং মিস্ত্রি মো: রাজু মিয়া এবং নান্দিনা বাদেচান্দী এলাকার জহির উদ্দিনের ছেলে ও রাজু মিয়ার শ্যালক মোহাম্মদ আসিফ উদ্দিন।   

জানা যায়, অপহরণকৃতদের পরিবারের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টীম জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে যৌথ বাহিনী অপহরণকারীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়। 

আরও পড়ুন

এসময় অপহরণকারীরা প্রশাসনের লোক বুঝতে পেরে অপহৃতদের জামালপুর-শেরপুর ব্রিজের উপর ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অপহরনকৃত তিন ব্যক্তিকে উদ্ধার করে এএসআই আমিরুল ইসলামের মাধ্যমে জামালপুর সদর থানা হেফাজতে পাঠানো হয়। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তবে অপহরণের বিষয়টি প্রকৃত বা সাজানো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন সরকার গ্রেফতার

জয়পুুরহাটের আক্কেলপুরে দুর্ধর্ষ ডাকাতি, বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুট

পাবনার সুজানগরে আবার পদ্মার ভাঙনের কবলে বাড়িঘর ও ফসলি জমি

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারি করে স্বাবলম্বী সাইফুল

জয়পুুরহাটের আক্কেলপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩

বগুড়ায় সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী সিয়াম গ্রেফতার