ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ট্রেনে মৃত্যু

ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ট্রেনে মৃত্যু

নিউজ ডেস্ক:   ঈদের ছুটি শেষে রেলযোগে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ওয়ালটন সার্ভিস পয়েন্ট কর্মস্থলে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নূর হোসাইন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস রেলগাড়ি থেকে নামিয়ে অচেতন অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নূর হোসাইন কুমিল্লা সদর দক্ষিণের কাকসার গ্রামের বাসিন্দা।

ফেনী রেলওয়ে পুলিশ সূত্র জানায়, রাত ৮টার দিকে চট্টগ্রাম সার্কেল থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী স্ট্রোক করেছেন বলে ফেনী রেলওয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ফেনী স্টেশন এলাকায় অবস্থান নেয়। ট্রেনটি রাত সাড়ে ৮টার দিকে ফেনী জংশনে পৌঁছালে তাকে অচেতন অবস্থায় নামিয়ে স্বেচ্ছাসেবী ও পুলিশের সহায়তায় ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসাইনের বাবা অহিদুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে নূর হোসাইন চট্টগ্রামের উদ্দেশে বাড়ি থেকে রওনা দেয়। সন্ধ্যায় ট্রেনে ওঠে। পরে এক সহযাত্রী ফোন করে ছেলের শারীরিক অবস্থা খারাপ বলে জানান। তখনই আমরা ফেনীর উদ্দেশে রওনা হয়েছিলাম। কিন্তু মাঝপথে খবর আসে, আমার ছেলে আর বেঁচে নেই।

আরও পড়ুন

তিনি জানান, নূর হোসাইন চট্টগ্রামের অক্সিজেন এলাকায় ওয়ালটন সার্ভিস পয়েন্টে কর্মরত ছিলেন। পরিবারে তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, ট্রেন কুমিল্লার গুণবতী এলাকায় পৌঁছানোর পর নূর হোসাইন বুকে ব্যথা অনুভব করেন। সম্ভবত সেখানেই তিনি স্ট্রোক করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার