ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

যে কোন সময় খুলে ফেলতে পারেন নায়িকা তানিন সুবহার লাইফ সাপোর্ট

যে কোন সময় খুলে ফেলতে পারেন নায়িকা তানিন সুবহার লাইফ সাপোর্ট

বিনোদন ডেস্ক:  ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানিন সুবহার লাইফ সাপোর্ট যে কোন সময় খুলে ফেলতে পারে চিকিৎসকরা। চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি জানিয়েছেন এ কথা। বর্তমানে তার ব্রেইন কাজ করছে না (ক্লিনিকালি ডেড)। 

এদিকে অভিনেত্রীর মৃত্যুর খবরে অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী জানান, কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পরেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। ফলে চিকিৎসকেরা তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগেই ডাক্তাররা ‘আন অফিসিয়ালি’ তানিন সুবহাকে মৃত ঘোষণা করেছে। তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি!

যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দাবি, তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

তিনি আরও জানান, যেহেতু অফিসিয়ালি ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, সেহেতু কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেয়ার জন্য অনুরোধ করছি।

এর আগে গত ২ জুন (সোমবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর আফতাব নগরের একটি ক্লিনিকে নেয়া হয় নায়িকাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন তানিন। কিন্তু সোমবার আবারও হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং বেশ কয়েকবার বমি করলে তার অবস্থার অবনতি হয়। এরপর ডাক্তারের পরামর্শে ধানমন্ডির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে।

আরও পড়ুন

গত কয়েকদিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার দেশে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১ জানুয়ারি তানিন সুবহা ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপনচিত্রে, এরপর মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় তার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। পরবর্তীতে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন।

তানিন সুবহা তার ক্যারিয়ারে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস