ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

নিহত ঢাবি ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই এনসিপিতে যোগ দিলেন

নিহত ঢাবি ছাত্রদল নেতা সাম্যর বড় ভাই এনসিপিতে যোগ দিলেন, ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।

রবিবার (১ জুন) গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে তাকে। বিষয়টি সাগর নিশ্চিত করেছেন।২০১৭ সালের আগস্টে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল থেকে বহিষ্কার হন সাগর। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।

ঢাবি এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এ হত্যার বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল।ঢাবি ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে টানা এক সপ্তাহ শাহবাগ অবরোধ করে আন্দোলন করে।

আরও পড়ুন

সাম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেন। সক্রিয় অংশগ্রহণ ছিল আমিরুল ইসলাম সাগরেরও।

২০১৯ সালে বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় সাগর বলেছিলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি আগের মতো দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় হতে পারব।তবে এবার এনসিপিতে যোগ দেওয়ার পর তিনি বললেন, ২০১৯ সালে ছাত্ররাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না। জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে