ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা বিজিবি-জনতার পাহারা

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা বিজিবি-জনতার পাহারা। ছবি : দৈনিক করতোয়া

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীর কেদার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)  কিছু মানুষকে পুশইনের চেষ্টা করেছে। টের পেয়ে এটি ঠেকাতে প্রায় এক কিলোমিটার সীমান্ত এলাকায়  মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় স্থানীয় জনতা। কঠোর অবস্থান নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও আনসার ভিডিপি। গত শুক্রবার রাতে উপজেলার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকাপভ্যানে ৫০/৬০ জনকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে। পরে সীমান্তের ঐ গ্রামটির সব লাইট বন্ধ করে তাদের পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

এ খবর ছড়িয়ে পড়লে শতশত জনতা সীমান্তে অবস্থান নিয়ে পাহারা বসায়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য ও আনসার ভিডিপির কয়েকটি টিমও সীমান্তে কঠোর অবস্থান নেয়। অপর দিকে বিএসএফ সদস্যরা অবস্থান নেয় ভারতীয় সীমান্তে। পরে রাত ২টার দিকে শূন্য রেখায় অবস্থান নেয় বিএসএফ।

আরও পড়ুন

এসময় বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। অত:পর রাত তিনটার দিকে শূন্যরেখা থেকে সরে যায় বিএসএফ।কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে কাউকে পুশইন করাতে না পারে সেজন্য বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসী যৌথভাবে পাহারা দিচ্ছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের ‘বি-টিম’ চলে এসেছে : হাসনাত আবদুল্লাহ

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা

গানের ভুবনে সফলতার ২২ বছর পেরিয়ে রাশেদ

সাউথইস্ট ব্যাংক পিএলসি. হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক আয়োজিত “হজ্জ ও ওমরাহ ফেয়ার-২০২৫” এ স্পন্সর প্রদান করেছে