ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

আগের ধামাচাপা দেয়া মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে : রংপুরে দুদক চেয়ারম্যান

আগের ধামাচাপা দেয়া মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে : রংপুরে দুদক চেয়ারম্যান

রংপুর জেলা প্রতিনিধি : দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দূর্নীতির বিপক্ষের একজন মানুষ। তার উপদেষ্টা পরিষদের কেউ দুর্নীতি করলে কাউকে ছাড় দিতে রাজী নন। গত এক বছরে অনেক মামলা হয়েছে এবং আগের অনেক মামলা বিগত সময়ে ধামাচাপা দেয়া হয়েছিলো।

সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। সেই সাথে নতুন মামলাগুলো দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। এছাড়াও অনেক জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে সেবাদান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, সেইসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে নিয়মিত।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরীর ষ্টেশন রোডে দুদক  বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় দুদক চেয়ারম্যানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম এনডিসি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এর আগে রংপুরের আলমনগরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাওন মিয়া ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুদকের চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দুদকের কার্যক্রম এই অঞ্চলে আরো বিস্তৃত হবে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে। শুধু শাস্তি প্রদানের মধ্য দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। সেবা দাতা ও সেবা গ্রহীতাদের মধ্যে পারস্পারিক আন্তরিকতা ও সুসম্পর্কই পারে দুর্নীতি অনেকাংশে লাঘব করতে। দুদক সেবা দাতা ও গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার মহিমাগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ৬ নেতা গ্রেফতার

উত্তরাঞ্চলে নানা আয়োজনে করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়ার ধুনটে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার