ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ জুন, ২০২৫, ০২:৫৮ দুপুর

জোড়া গোলে রেকর্ড গড়ে মায়ামিকে জয় উপহার মেসির

জোড়া গোলে রেকর্ড গড়ে মায়ামিকে জয় উপহার মেসির,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারে (এমএলএস) নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের পথে ফিরিয়ে আনেন তিনি। রোববার (১ জুন) সকালে আবারও সেই জাদু দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। কলম্বাসের বিপক্ষে ম্যাচে জোড়া গোলের পাশাপাশি দুটি গোল করিয়েছেনও। আর এই পারফরম্যান্সেই এমএলএসে নতুন এক রেকর্ড নিজের নামে লিখেছেন মেসি-ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুট এখন তার দখলে।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলম্বাসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসি গোল করেন দুইটি ও করান দুইটি। এর মাধ্যমে তার এমএলএস গোলসংখ্যা দাঁড়াল ৩১-এ, যা এর আগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসিরই সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন, যার গোল ছিল ২৯টি। ম্যাচের শুরু থেকেই দুই দল বল দখল ও আক্রমণে পাল্লা দিয়ে খেলেছে। মায়ামি ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রেখেছিল, অন্যদিকে কলম্বাসের দখলে ছিল ৪৯ শতাংশ। শটের দিক থেকেও ছিল প্রায় সমান প্রতিযোগিতা-মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস নেয় ১২টি। তবে লক্ষ্যে রাখা শটেই ব্যবধান গড়ে দেয় মেসির দল। মায়ামি রেখেছিল ৭টি শট লক্ষ্যে, কলম্বাস রাখতে পেরেছে মাত্র ১টি।

খেলার ১৩ মিনিটেই আক্রমণের সূচনা করেন মেসি। মাঝমাঠ থেকে এক নিখুঁত লং পাসে সতীর্থ তাদেও আলেন্দেকে গোলের সুযোগ করে দেন তিনি। আলেন্দে সেই সুযোগ কাজে লাগিয়ে দেন প্রথম গোল। এরপর ১৫ মিনিটে কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে নিজেই স্কোরশিটে নাম তোলেন মেসি, ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ২৪ মিনিটে আবারও গোল করেন মেসি। এবার তাকে সহায়তা করেন সের্হিও বুসকেতস। মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন মেসি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর কলম্বাস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৮ মিনিটে সিজার রুভালকাবার গোল তাদের ব্যবধান কমায়। তবে মায়ামি আবারও জ্বলে ওঠে। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান বাড়ান ৪-১-এ। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে ফাফা পিকাল্ট গোল করে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

এই জয়ের মাধ্যমে এমএলএসের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পিছিয়ে মাত্র ৫ পয়েন্টে, তবে মায়ামি একটি ম্যাচ কম খেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড