ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৬০

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৬০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক :  নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কেন্দ্রস্থলে সেনাবাহিনীর বিমান ও স্থল অভিযানে এ নিহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে সেনারা বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শিবিরে দুটি পৃথক অভিযান চালায়।  এসব অভিযানে ৬০ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারাম জঙ্গিদের ক্যাম্পে সেনা অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর কমপক্ষে ৬০ সন্ত্রাসী নিহত হয়েছেন্। শুক্রবার নাইজার সীমান্তের কাছে আবাদাম জেলার বিটা এবং কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র এএফপির এক প্রতিবেদককে নিশ্চিত করেছে। এর কয়েক ঘণ্টা পরেই সেনারা চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে বোকো হারামের একটি শক্ত ঘাঁটিতে আক্রমণ করে। এতে এক শীর্ষ কমান্ডার এবং তার সহযোগীদের হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনী একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে।

আরও পড়ুন

এতে বলা হয়েছে, কুকাওয়া জেলার বোকো হারাম কমান্ডার আমির আবু ফাতিমা সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হয়েছেন।  খবর : এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

ডিমের খোসা থেকে পাউডার তৈরী করে ভাগ্য বদল করেছেন জয়পুরহাটের বেলাল

চুয়াডাঙ্গায় ভাড়া বাসা থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাইলস্টোন ট্র্যাজেডি: দুই মাস পর হাসিমুখে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী রোহান

“উদ্ভাবন ও প্রবৃদ্ধির পথে কৌশলগত অংশীদারিত্ব: ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত ও বুয়েটের রাইজ”

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৩৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত