ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচে বাগ্বিতণ্ডা-হাতাহাতি

বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচে বাগ্বিতণ্ডা-হাতাহাতি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ঘটনাটি ঘটে বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসে ১০৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বোলার ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি, ধাক্কাও দেন। বাংলাদেশের পেসার রিপন তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাগ্বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি। রিপন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আবারও। পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে অবশ্য এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে।

মিরপুরে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের মধ্যে দুটি চার দিনের ম্যাচের শেষটিতে আজ দ্বিতীয় দিনে এই অনাকাক্ষিত ঘটনা ঘটে। উদীয়মান ক্রিকেটারদের এমন আচরণ নজরে এনেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। তিনি বলেন, ‘আম্পায়ার রিপোর্ট দেবে। এরপর আমরা এটির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এখনই তাই কী হবে, বলা যাচ্ছে না।’

আরও পড়ুন

ম্যাচটির প্রথম শ্রেণির মর্যাদা না থাকলেও এই ঘটনায় শাস্তি হতে পারে দুজনেরই। সিরিজের শেষ ম্যাচ হওয়ায় কীভাবে শাস্তি দেওয়া হবে অথবা কার্যকর হবে, তা বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেলিম শাহেদ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের এই ম্যাচটিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৭১ রানে অলআউট হয়েছে। রিপনের উইকেটটি শেষ পর্যন্ত তুলে নিয়েছেন এনতুলিই। তার বলে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রান করেন রিপন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে সিইসি’র সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক 

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চারবার ভূমিকম্প অনুভূত

যুদ্ধবিরতি ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান সৌদি আরব-ফ্রান্সের

সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

গাইবান্ধায় মাথার চুল কেটে-জুতার মালা পরিয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন