ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

রাজশাহীর থিম ওমর  প্লাজার আগুন নিয়ন্ত্রণে

রাজশাহীর থিম ওমর  প্লাজার আগুন নিয়ন্ত্রণে, ছবি: সংগৃহীত।

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নিউমার্কেট এলাকায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের সপ্তম তলায় ফুডকোটের একটি রেস্তোরার রান্নাঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। অন্য ফ্লোরে আগুন ছড়িয়ে না পড়লেও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে আগুন  নেভাতে। এদিকে আগুনের ধোঁয়ার ভেতরে আটকা পড়া তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তিনজন হলেন ভবনের নিরাপত্তা প্রহরী রনি (২৫) ও হাসিব (২২) এবং নগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা বাপ্পি (৪২)।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, ফুড প্যালেস নামের একটি রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুন অন্য ফ্লোরে না ছড়ালেও ধোঁয়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। সদর স্টেশন ও বিশ্ববিদ্যালয় স্টেশনের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, ‘ভবনের ষষ্ঠ তলা পর্যন্ত মার্কেট, সপ্তম তলায় ফুডকোট। আর অষ্টম থেকে দশম তলা অ্যাপার্টমেন্ট। আগুন ছড়িয়ে পড়লে অনেক ক্ষয়-ক্ষতি হতো। রেস্তোরাঁর অব্যবস্থাপনার কারণে আগুনের ঘটনাটি ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

পদত্যাগ করতে পারেন ফারুক,আলোচনায় আমিনুল

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় দেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল