ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বেরোবিতে আন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেরোবিতে আন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী আন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ বিতর্ক প্রতিযোগিতার চূূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। মুনাফার চেয়ে নৈতিকতা ব্যবসায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিৎ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ।
সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে সমৃদ্ধ করতে হলে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা ছড়িয়ে দিতে হবে। বিতর্ক চর্চা শিক্ষার্থীদের আদর্শ বাচনভঙ্গি তৈরি করে এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে। বিতর্ক প্রতিযোগিতা একজন শিক্ষার্থীর উপস্থাপনা এবং সৃজনশীলতার দক্ষতাকে আরো সমৃদ্ধ করে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো: ফেরদৌস রহমানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড: মো: রাফিউল আজম খান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুর আলম। বিতর্ক প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৩ দোকানির জরিমানা

আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্য কেউ অস্ত্র বহন করতে পারবে না

কোনো মব দিয়ে মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই: সেনা সদরের ব্রিফিং

ভোলায় মাথার চুল কেটে নারীকে নির্যাতন, আটক ৪

ডাকসু নির্বাচন : বন্ধ থাকছে ঢাবি মেট্রোরেল স্টেশন

কুমিল্লায় একটি ভাড়া বাসায় মিলল কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ