ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

অস্ত্র উদ্ধারে গিয়ে অবরুদ্ধ র‌্যাব, আসামি ছিনিয়ে নিলো জনতা

অস্ত্র উদ্ধারে গিয়ে অবরুদ্ধ র‌্যাব, আসামি ছিনিয়ে নিলো জনতা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে মোশারফ হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে অস্ত্র থাকার খবর পায় র‌্যাব-১। পরে অস্ত্র উদ্ধার ও অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করতে অভিযানে নেমে জনতার প্রতিরোধের মুখে পড়েন র‌্যাব সদস্যরা। অন্তত ২ ঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয়। গতকাল রোববার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, বরমা চৌরাস্তা মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবসা করেন মোশারফ হোসেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা অস্ত্রসহ মোশারফকে আটক করেন। বিষয়টি সাজানো বলে দাবি করেন স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হয়ে বরমা চৌরাস্তা অবরোধ করেন। অবরুদ্ধ হয়ে পড়েন অভিযানে অংশ নেওয়া র‌্যাব সদস্যরা। এক পর্যায়ে র‌্যাবের কাছ থেকে মোশারফকে ছিনিয়ে নিয়ে যান বিক্ষুব্ধরা।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, র‌্যাব-১ এর সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়েছিলেন। স্থানীয় লোকজন তাদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দল: মির্জা ফখরুল

মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না: সিদ্দিকুর রহমান

ডাকসুতে হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনাবাহিনী

নরসিংদীতে শহীদ আবু সাঈদের নামে স্কুলের নামকরণ

নেপালের সংসদে ঢুকে পড়লো জনতা, নিহত ১৪, কারফিউ জারি